Header Ads

আবোল তাবোল - সুকুমার রায়

আবোল তাবোল - সুকুমার রায়

সুকুমার রায় রচিত কাব্যগ্রন্থ আবোল তাবোল। এককথায় বলতে গেলে, এটি একটি মনভালো করা গ্রন্থ।
কাব্য সংখ্যাঃ ৪৫ টি
পৃষ্ঠা সংখ্যাঃ ৬০
প্রকাশনীঃ দি স্কাই পাবলিশার্স
মূল্যঃ ৯০ টাকা(বাংলাদেশি)
বইটি অনলাইনে সংগ্রহ করুন এখানে



সুকুমার রায় যেসব ছন্দ উপমা, তাল ব্যাবহার করেছেন তার কবিতায় সেসব সত্যিই অতুলনীয়। যেমন তার কবিতা খিচুড়ি হতে দেখা যায়,
হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না),
হয়ে গেল, "হাসজারু" কেমনে তা জানি না। 
কিংবা ছায়াবাজি হতে,
আমড়া গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায়
ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে সন্ধেহ নাই তায়।
এই শুনে হয়তো কেউ ছায়া খুজতে যাবে। এমনি মজার মজার আজগুবি সব ছন্দ দিয়ে ভরিয়ে তুলেছেন তার কবিতাগুলো এই মহান ছন্দের রাজা।

No comments

Theme images by Nic_Taylor. Powered by Blogger.