অনুগল্পঃ সিঙ্গেলিকরণ - এহসান আল মিরাজ
সকাল থেকে আজ একেরপর এক চমক আসতে লাগলো। দুপুরবেলা নূপুরের সাথে দেখা হলো বহুদিন বাদে। সেজেগুজে ঘুরছে। সাথে একটা ছেলে। নূপুরই পরিচয় করিয়ে দিলো।
-ভাইয়া ও আমার বয়ফ্রেন্ড।
আমি খুব খুশি হয়ে বললাম,
-কি বলিস! তাই নাকি?
নূপুর লজ্জা পেয়ে বললো,
-জ্বি ভাইয়া।
আমি একবার ওর বয়ফ্রেন্ডের দিকে তাকালাম, তারপর আবারও খুব খুশি হয়ে বললাম,
-তা এবারেরটা কয়দিনের জন্য?
ওর বয়ফ্রেন্ড একবার আমার দিকে তাকালো তারপর নূপুরের দিকে তাকালো, তারপর হনহন করে হাটতে লাগলো। নূপুরও ওর পিছু পিছু যেতে লাগলো।
রাতে আমি বাসায় এসে ফেইসবুকে লগ ইন করলাম। নোটিফিকেশনে দেখি আমাকে ট্যাগ করা হয়েছে। বিস্তারিত পড়তে লাগলাম। দেখি যে নূপুর রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে।
"রিলেশনশিপ স্ট্যাটাস সিংগেল।
সিংগেলিকরণ ক্রেডিটঃ রিবু ভাইয়া।"
কিছুক্ষণ পেট ভরে হেসে হাহা রিয়েকশনে ক্লিক করলাম।
No comments